
কক্সবাজারে মিয়ানমারের ৭ নাগরিকের যাবজ্জীবন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:০৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:০৪
কক্সবাজার প্রতিনিধি

একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্তরা হলেন এম. বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান ও মো. জাকির হোসেন। তারা সবাই রোহিঙ্গা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ফরিদুল আলম জানান, ২০২০ সালের ১ ডিসেম্বর মধ্যরাতে টেকনাফের শাহপরী দ্বীপের উপকূলবর্তী গভীর সাগরে নৌযানযোগে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে শাহপরীর দ্বীপ থেকে অন্তত ৭ থেকে ৮ নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ডের সদস্যরা থামার নির্দেশ দেন। কিন্তু কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালানোর চেষ্টা করেন।
এরপর ট্রলারটিকে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়। এ সময় ট্রলারটি তল্লাশি করে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ইয়াবা পাওয়া যায়। ওই ঘটনার পরদিন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এম. এ. ইসলাম আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করেন।
২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। গত বছর ২৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর (চার্জ গঠন) আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, মামলার সার্বিক বিচারিক প্রক্রিয়া শেষে আজ রোববার বিকেলে আদালতের বিচারক রায় ঘোষণা করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com