
বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত অবসরপ্রাপ্ত কাস্টমস কমিটির শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:৫৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২৩ । ১৯:৫৪
সমকাল প্রতিবেদক
-samakal-63e8efa9e59f2.jpg)
বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারত করেছেন অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ রোববার কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার বঙ্গবন্ধুর সমাধিতে জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানের নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের নবনির্বাচিত কমিটির প্রতিষ্ঠাতা ও প্রধান এডমিন মনজুর হাসান আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এম আর খান, সিনিয়র সহসভাপতি আবদুল হাকিম, সহসভাপতি এনায়েত হোসেন, গোলাম কিবরিয়া, মোহাম্মদ আলী, মাহবুর রহমান, আবুল কালাম আজাদ, শুভাশীষ মোদক, আবদুল আলী, আবদুল বারী, নজরুল ইসলাম ভূঁইয়া, আক্কাছ আলী প্রামাণিক, নাজিমউদ্দীন, এ কে আজাদ, ইব্রাহীম খলিল, মাহবুবুর রহমান প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com