শেয়ারবাজার

অনেক শেয়ারের কেনাবেচা নেই

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২৩ । ১০:৩৬ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

ফ্লোর প্রাইসের কারণে অধিকাংশ কোম্পানির দর কমার সুযোগ নেই। ফলে সূচকের পতনের সুযোগও কম। তার পরও রোববার প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট হারিয়েছে। সূচকের এ পতন গত ২১ ডিসেম্বরের পর সর্বোচ্চ।

শেয়ারবাজার-সংশ্নিষ্টরা জানান, স্বাভাবিক সময়ের সঙ্গে তুলনা করলে সপ্তাহের প্রথম কার্যদিবসের এ পতন একশ থেকে দেড়শ পয়েন্টের সমান। কেননা অনেক শেয়ারের কোনো কেনাবেচা হয় না। লেনদেনের সুযোগ পেলে লোকসানেও শেয়ার বিক্রি করে বের হয়ে যেতে চান বিনিয়োগকারীদের একটি অংশ। শেয়ারের ক্রেতা না থাকায় তাঁদের সেই সুযোগ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোজাম্মেল হক নামে এক বিনিয়োগকারী ক্ষোভ করে লিখেছেন, 'কেবল একবার বের হতে (শেয়ার বিক্রির সুযোগ) দেন। তার পর সূচক ১০ হাজার পয়েন্টে, দিনের লেনদেন পাঁচ হাজার কোটি টাকায় ওঠান, দিনরাত সবসময় শেয়ার কেনাবেচার ব্যবস্থা করেন, কোনো সমস্যা নেই।'

নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ এক ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক সমকালকে বলেন, এ মনোভাব শেয়ারবাজারের অনেকের। সবাই ত্যক্ত-বিরক্ত। শুধু দরপতন, সূচক পতনের ভয়ে ফ্লোর প্রাইস দিয়ে পুরো বাজারকে পঙ্গু করে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

গতকাল ডিএসইতে তালিকাভুক্ত ৩৯১ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ১১টির দর বেড়েছে এবং কমেছে ১৬৪টির। দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে ১৮ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ৬৩টি দর হারিয়েছে। সিএসইতে ৮১ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে দর অপরিবর্তিত ছিল ৪২টির। অথচ এ বাজারে তালিকাভুক্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৩৭০টি। অর্থাৎ, ২৪৭ শেয়ারের কোনো লেনদেনই হয়নি। এর কারণ ক্রেতা নেই। একই অবস্থা ডিএসইতে। এ বাজারে তালিকাভুক্ত ৩৯১ শেয়ার ও ফান্ডের মধ্যে লেনদেন হয়নি ৭০টির।

যেসব শেয়ার কেনাবেচা হচ্ছে বা দর হারাচ্ছে, সেগুলোর লেনদেনের পরিমাণও খুবই কম। ডিএসইতে ৩২১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৮৫ লাখ টাকার। এর মধ্যে শীর্ষ ২০ শেয়ারের লেনদেনের পরিমাণ ছিল ৩৩২ কোটি টাকা, যা মোটের ৭০ শতাংশের বেশি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com