বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন কিয়ারা!

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২৩ । ১৯:৫৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২৩ । ১৯:৫৭

বিনোদন ডেস্ক

বিয়ের আসরে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

কিছুদিন আগেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বর্তমানে বিবাহোত্তর সংবর্ধনায় ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই তারকা দম্পতি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিতর্কিত এক মন্তব্যের মাধ্যমে কিয়ারাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন বলিউডের স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে।

বিতর্কিত ওই টুইটে কারও নাম উল্লেখ না করলেও কেআরকে যে কিয়ারাকেই ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট। তার দাবি, কিয়ারা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন।

কেআরকে তার টুইটে লেখেন, ‘আগে অন্তঃসত্ত্বা হয়ে পরে বিয়ে করা বলিউডের ট্রেন্ড হয়ে গেছে। সূত্রের খবর, বলিউডের সাম্প্রতিক বিয়ের কারণও একই। ভালোই তো!’

কেআরকে সরাসরি কিয়ারার নাম না বললেও এটা নিশ্চিত যে, তিনি আলোচিত এই বলিউড অভিনেত্রীকে কটাক্ষ করেই ওই টুইট করেছেন। কারণ সম্প্রতি বলিউড তারকা হিসেবে তিনিই সিদ্ধার্থের সঙ্গে মালাবদল করেছেন।

এদিকে এমন বিতর্কিত টুইটের পর স্বঘোষিত এই চলচ্চিত্র সমালোচককে একহাত নিয়েছেন অনেক। কেউ কেউ তাকেও অন্তঃসত্ত্বা হওয়ার পরামর্শ দিয়েছেন। এমন খবর এখন পুরোনো হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তারা। অনেকে তাকে উন্মাদ বলেও আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। পরে গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে পাঞ্জাবি রীতিতে সাত পাকে বাঁধা পড়েন তারা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com