সিটি করপোরেশনে স্মার্ট বিনিয়োগ প্রয়োজন: চসিক মেয়র

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২৩ । ২১:২১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২৩ । ২১:২১

চট্টগ্রাম ব্যুরো

স্মার্ট বাংলাদেশ গড়তে সিটি করপোরেশনগুলোতে স্মার্ট বিনিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

চসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লড়ছেন, তা বাস্তবায়নে সিটি করপোরেশনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নিজস্ব আয় দিয়ে ব্যয় নির্বাহের চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে স্মার্ট হতে হবে।

আজ সোমবার নিজ কার্যালয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, একমাত্র চট্টগ্রাম সিটি করপোরেশনই শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে যাচ্ছে। বর্তমানে চসিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৫ হাজার শিক্ষার্থী পড়ছেন। চসিক পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে গত বছর সাড়ে আট লাখ নাগরিক চিকিৎসাসেবা নিয়েছেন।

চট্টগ্রামের অভিজ্ঞতা সিলেটের উন্নয়নে কাজে লাগানোর কথা জানিয়ে মেয়র আরিফুল হক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চসিক মেয়রের যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, তা সত্যিই প্রশংসনীয়।

এ সময় উপিস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com