উলিপুর

বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময়

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মোন্নাফ আলী

উলিপুরের এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভায় অতিথি ও সুহৃদদের একাংশ

বাল্যবিয়ে অভিশাপ, সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি আমার নিজের ইচ্ছাশক্তি দিয়ে। তাই আমি আজ একজন পরিপূর্ণ মানুষ হিসেবে আপনাদের সামনে আসতে পেরেছি। আমি নবম শ্রেণিতে পড়া অবস্থায় মা-বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন। আমি একাই সে বিয়ে প্রতিহত করেছি। যুদ্ধ করে আমি জয়ী হয়েছি। আমি সব ভাইকে আহ্বান জানাব, কোনো বোন যদি এমন পরিস্থিতির শিকার হয়, তাকে আমরা ভাই-বোন মিলে নিশ্চিত মৃত্যুঝুঁকি থেকে উদ্ধার করব- এই হোক আজকের প্রতিজ্ঞা। কথাগুলো বলছিল এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের প্রথম বর্ষের শিক্ষার্থী আশফিয়া রহমান অর্পিতা।

সমকাল সুহৃদ সমাবেশ উলিপুর সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান গবেষণা পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ ও উলিপুর উপজেলা শাখার সুহৃদ সভাপতি খোরশেদ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমকালের উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী। অতিথি বক্তা ছিলেন- প্রাক্তন প্রধান শিক্ষক ও সাংবাদিক মনজুরুল হান্নান, সুহৃদ সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান স্বাধীন, এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজের শিক্ষক আব্দুল খালেক, প্রভাষক কামরুন নাহার ও প্রভাষক শামসুল আলম। উপস্থিত ছিলেন সুহৃদ আরিফুল ইসলাম, মুরাদ মণ্ডলসহ এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অতিথিরা তাঁদের বক্তব্যে বাল্যবিয়ের কারণে কী কী ক্ষতি হতে পারে- এ বিষয়ে বিষদ আলোচনা তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন- রনি বাবু, রুবেল, আবু কালাম, হেনা আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ। শিক্ষার্থীরা বাল্যবিয়ে বন্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে সবাই মিলে সুন্দর দেশ গড়ার প্রয়াসে- 'বাল্যবিয়ে করব না, বাল্যবিয়ে হতে দেব না' এ প্রত্যয় ব্যক্ত করেন।

সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, উলিপুর (কুড়িগ্রাম)

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com