
১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণার দাবি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪৬
খুলনা ব্যুরো ও দাকোপ প্রতিনিধি

খুলনায় সুন্দরবন দিবসের আলোচনা সভা। ছবি: সমকাল
সুন্দরবন সুরক্ষায় রাজনৈতিক অঙ্গীকার, আলাদা মন্ত্রণালয় এবং ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানানো হয়েছে। 'বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন' স্লোগানে আজ মঙ্গলবার খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় এসব দাবি জানানো হয়।
অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক নাজমুস সাদাত, সুন্দরবন একাডেমির উপদেষ্টা স্বপন কুমার গুহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও সাবেক সভাপতি শেখ আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী।
এদিকে দিবসটি উপলক্ষে খুলনার দাকোপ উপজেলায় এনজিও সংস্থা রূপান্তরের সহযোগিতায় এবং সুন্দরবন একাডেমির আয়োজনে আলোচনা সভা হয়। চালনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুর সানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। চালনা পৌরসভা মিলনায়তনে সভার শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। আলোচনা করেন রূপান্তরের ইসিআর ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক শাহিন ইসলাম, স্কিম প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ ও দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শিপন ভূঁইয়া।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com