এনার্জি রেগুলেটরি কমিশনে তিন সদস্য নিয়োগ, প্রজ্ঞাপন জারি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২৩ । ১৯:২৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২৩ । ১৯:২৮

সমকাল প্রতিবেদক

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন- ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও ড. মো. হেলাল উদ্দিন। আগামী ৩ বছরের জন্য তারা এ পদে বহাল থাকবেন।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান ও তিনজন সদস্যের চুক্তির মেয়াদ গত জানুয়ারিতে শেষ হয়। যথারীতি এ পদে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের বিপরীতে ৬৬ জন আবেদন করে ৷ তাদের মধ্য থেকে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. হেলাল উদ্দিন কুমিল্লার মুরাদনগরের গাজীপুর গ্রামের বাসিন্দা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে সম্প্রতি অবসরে যান। অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আমিনুর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিংজানীতে। ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদরের চিনাইর গ্রামের বাসিন্দা।

নতুন তিন সদস্য নিয়োগ দেওয়া হলেও কমিশনের চেয়ারম্যান নিয়োগের বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com