
চঞ্চল নন, যেন মৃণাল সেন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২৩ । ১৭:২৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২৩ । ১৭:৩৬
বিনোদন প্রতিবেদক

একমাথা চুল, চোখে মোটা কালো ফ্রেমের চশমায় মৃণালরূপে চঞ্চল। প্রথম দেখায় বোঝার উপায় নেই যে ইনিই চঞ্চল চৌধুরী। তার ছবি দেখে অনেকের মন্তব্য-পর্দায় বিভিন্ন চরিত্র নিয়ে খেলাই হলো চঞ্চল চৌধুরীর কাজ।
প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির নাম ‘পদাতিক’।
সামাজিক যোগাযেগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর লুক, যা দেখে সিনেপ্রেমীরা যেন অবাক। কেননা, চঞ্চলের লুকে মৃণাল সেনের চেহারার অবিকল মিল খুঁজে পেয়েছেন সবাই।
পরিচালক মৃণাল সেনের বায়োপিকের শুটিংয়ে বর্তমানে কলকাতায় বাংলাদেশের ‘মনপুরা’খ্যাত অভিনেতা চঞ্চল।
সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমার শুটিং চলছে জোরেশোরে। এক মাসেরও বেশি সময় চঞ্চল সেখানে শুটিংয়ে ব্যস্ত। বুধবার কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটের চারতলা বাড়িতে চলে সিনেমার শুটিং।
অভিনেত্রী মনামি ঘোষ এতে চঞ্চলের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তিনিও ছিলেন সিনেমার সেটে। মৃণাল সেনের বাড়ির আদলে তৈরি হয়েছে সেটটি। আরও কয়েক দিন একই স্থানে শুটিং চলবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com