রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণে কৌশলপত্র উদ্বোধন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২৩ । ২২:৩৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২৩ । ২২:৩৪

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের কৌশলপত্র উদ্বোধন করা হয়েছে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত লক্ষ্য নির্ধারণ করে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবামূলক এ কৌশলপত্র উদ্বোধন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ জনসংখ্যা তহবিল- ইউএনএফপিএ জানায়, তারা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কৌশলপত্র অনুযায়ী কাজ করবে। এতে বলা হয়, কৌশলপত্রে রোহিঙ্গা ও স্থানীয় কমিউনিটির নারীদের আধুনিক পরিবার পরিকল্পনা বিষয়ে রূপরেখা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ইউএনএফপিএর কারিগরি সহায়তা এবং কপবাজার হেলথ সেক্টর ও এসআরএইচ ওয়ার্কিং গ্রুপের অংশগ্রহণে গত বছর অক্টোবরে কৌশলপত্রটি অনুমোদিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফী আহমেদ বলেন, স্বেচ্ছাসেবীরা ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত কৌশলপত্র অনুযায়ী সেবাগ্রহীতাদের কাছে পরিবার পরিকল্পনা সেবা আরও সহজ ও সুলভে তুলে ধরবেন। এটি সেবাদান ও পরিকল্পনাকারীদের মানবিক প্রচেষ্টাকে উন্নত করতে লাভজনক উৎস হিসেবে কাজ করবে।

ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি মিস ক্রিস্টিন ব্লোখুস জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে ফলপ্রসূ অংশীদারিত্বের ভিত্তিতে কৌশলপত্র তৈরি করতে পেরে তাঁরা আনন্দিত। এটি কমিউনিটির চাহিদা ও সেবাকেন্দ্রভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে। রোহিঙ্গা নারীদের মধ্যে পরিবার পরিকল্পনার বাড়তি চাহিদা তাঁদের জীবনমান উন্নত করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. বশিরুল আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সালাম খান, লাইন ডিরেক্টর (সিসিএসডিপি) ডা. নুরুন্নাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com