
ডিএসইর লেনদেন পাঁচ সপ্তাহের সর্বনিম্ন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ০৯:৪৪ | প্রিন্ট সংস্করণ
সমকাল প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি-সংগৃহীত
পাঁচ সপ্তাহ পর আবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে টাকার অঙ্কে শেয়ার লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। বৃহস্পতিবার এ বাজারে কেনাবেচা হয়েছে ৩৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। এ লেনদেন গত ৯ জানুয়ারির পর সর্বনিম্ন। ওই দিন ডিএসইতে ৩৩৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে কেনাবেচা হয়েছে মাত্র ৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে গত ৮ জানুয়ারি ৭৪৮ কোটি টাকার তুলনায় গতকালের লেনদেন ৪৫ শতাংশ বা অর্ধেকেরও কম। অধিকাংশ শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকার পাশাপাশি এর ওপরে থাকা এবং ফ্লোর প্রাইস তুলে নেওয়া শেয়ারের ক্রমাগত দরপতন লেনদেন কমায় বলে মনে করেন ব্রোকারেজ হাউস ও স্টক এক্সচেঞ্জ-সংশ্নিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, সাধারণ বিনিয়োগকারীদের অনেক দিন ধরে শেয়ার লেনদেনে অংশগ্রহণ কম। ক্রেতা সংকটে প্রতিদিনই বিপুলসংখ্যক শেয়ারের এক টাকারও লেনদেন নেই। কয়েক মাস ধরে অল্প কিছু বড় বিনিয়োগকারী নিজেদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে শেয়ার কেনাবেচা করছেন। গতকাল তাঁদের লেনদেনের পরিমাণও কম ছিল।
পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইতে তালিকাভুক্ত ৩৯১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩০৮টির কেনাবেচা হয়েছে। অর্থাৎ ৮৩টির কোনো লেনদেন হয়নি। সিএসইতে তালিকাভুক্ত ৩৭০ শেয়ারের ২৫২টিরই কেনাবেচা হয়নি।
ডিএসইতে লেনদেন হওয়া শীর্ষ ২০ কোম্পানির ২২১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের ৬৫ শতাংশের বেশি। আর এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনেরই (বিএসসি) ৪৬ কোটি ৪১ লাখ টাকার কেনাবেচা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয় শাইনপুকুর সিরামিক্সের। বিএসসির লেনদেনে ভর করে বিবিধ খাতের ৪৭ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ছিল খাতওয়ারি লেনদেনের সর্বোচ্চ।
সার্বিক হিসাবে গতকাল ডিএসইতে ৪১ শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ১৪৫টির দর। পৌনে ৯ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। বিপরীতে আড়াই শতাংশ দর হারিয়ে দরপতনের শীর্ষে ছিল আল-হাজ্ব টেক্সটাইল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com