অস্ট্রেলিয়ার 'দিল্লি' বহুদূর

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫২

স্পোর্টস ডেস্ক

সেই ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে সর্বশেষ হেরেছিল ভারত, তারপর দিল্লির মাঠে (সাবেক ফিরোজ শাহ কোটলা) আর কেউ এসে টেস্টে শাসন করতে পারেনি। ৩৬ বছর পর অস্ট্রেলিয়া কি পারবে অরুণ শাহ জেটলি স্টেডিয়ামে ভারতকে হারাতে? 

নাগপুরে আড়াই দিনে যে ঘূর্ণিতে পড়েছিল অসিরা, তারপর আর যা-ই হোক, দিল্লি তাদের কাছে এখনও বহুদূর! ১০ বছর আগে এই ভেন্যুতে সর্বশেষ খেলে গেছে তারা। সেই ম্যাচে রবিচন্দন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা মিলেই হারিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। আজ শুরু হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টেও সেই অশ্বিন আর জাদেজা জুটিই হুমকি অসিদের কাছে। 

চার টেস্টের এই সিরিজে অন্তত একটি ড্র করতে না পারলে তাদের যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই অনিশ্চিত হয়ে যাবে। তাই প্যাট কামিন্সও দিল্লিতে তিন স্পিনার নিয়েই নেমেছেন। যেখানে নাথান লায়ন আর টড মারফির সঙ্গে আছেন ম্যাথিউ কুনম্যান। 'ভারতে এসে আপনি ব্যর্থ হতেই পারেন। কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য হিসাব করে কিছু ঝুঁকি আপনাকে নিতেই হবে।'

ডেভিড ওয়ার্নার রান না পাওয়ায় সবচেয়ে বেশি চিন্তিত অসি ম্যানেজমেন্ট। ছয় বছর আগে এই মাঠের সর্বশেষ টেস্টে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে একশর ওপর ওভার ব্যাটিং করেছিল। অসিদেরও তেমনই প্রস্তুতি নিতে হবে। যেমনটা নিয়ে রেখেছেন ভারতের টেস্ট বিশেষজ্ঞ চেতেশ্বর পুজারা। ১২ বছর আগে অভিষেক হওয়া পুজারা আজ তার শততম টেস্ট খেলতে নেমেছেন। তার আগে মাত্র ১৩ জন ভারতীয় এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। টি২০-এর রমরমা যুগে নিজেকে সরিয়ে নিয়েছেন সাদা বল থেকে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com