
বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবির দুই ছাত্রলীগ নেতা আটক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫২
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

(বাঁ থেকে) রাজিব হোসাইন রবিন ও মোহাইমিনুল ইসলাম ইমন। ছবি-সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বইমেলা চলাকালে তাদের হাতেনাতে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটককৃত দুই ছাত্রলীগের নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিন। এরমধ্যে মোহাইমিনুল ইমন বাংলা বিভাগ এবং রাজিব হোসাইন রবিন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র।
বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে ৯০০ টাকা দাবি করার সময় তাদের আটক হয় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘চাঁদা দাবির অভিযোগে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিবে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com