রোটারির দুই দিনব্যাপী জেলা সম্মেলন শুরু

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ১৭:১৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ১৭:১৩

অনলাইন ডেস্ক

রোটারি ইন্টারন্যাশনালের দু'দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন রোটারি গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (৩২৮১) দুই দিনব্যাপী জেলা সম্মেলন আজ শুক্রবার ঢাকায় শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের প্রতিনিধি রমেশ বাজাজ।

সম্মেলনে বক্তব্য দেন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, নির্বাচিত গভর্নর আশরাফুজ্জামান নান্নু, গভর্নর (নমিনি) ইব্রাহিম খলিল আল জায়েদ, কনফারেন্স চেয়ার ড. এএইচ জাহিদুল ইসলাম রোমেল প্রমুখ।

সম্মেলনে সারাদেশের রোটারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন সেশনে নেতৃস্থানীয় পেশাজীবীরা অংশ নেন। রোটারিয়ানরা রোটারির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তাদের মতামত বিনিময় করেন। সংবাদ বিজ্ঞপ্তি

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com