সুন্দরবন থেকে বাঘ গণনার ক্যামেরা চুরি: ১৪ জন কারাগারে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ১৭:২৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২৩ । ১৭:২৬

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে বাঘ গণনার ক্যামেরা চুরির মামলায় গ্রেপ্তার ১৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ক্যামেরা চুরির ঘটনায় গত মঙ্গল ও বুধবার সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ১৪ জেলে ও মাঝিকে আটক করা হয়। পরে সাতক্ষীরা আদালতে দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্তে বন বিভাগের একাধিক দল কাজ করছে।

আসামিরা হলেন জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওহাব, আবুল হোসেন, মো. মহিবুল্লাহ, নুরুল আলম, আব্দুর রহিম, আমজাদ হোসেন, আছাদুল ইসলাম, রিপন হোসেন, বাবর আলী, আমজাদ হোসেন (২), ইউনুস আলী, মুন্নাফ গাজী ও আকবর হোসেন। তারা সবাই শ্যামনগর ও কয়রার বাসিন্দা।

গত জানুয়ারিতে সুন্দরবনে বাঘ গণনার কাজ শুরু হয়। এ জন্য ক্যামেরা ট্রাপিং গ্রুপ বনের বিভিন্ন অঞ্চলের গাছে ক্যামেরা স্থাপন করে। কিন্তু সাতক্ষীরা রেঞ্জে বসানো ৩৭৬ ক্যামেরার মধ্যে সম্প্রতি ৮টি খোয়া যায়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com