ইবিতে শিক্ষক নিয়োগ: প্রশ্নপত্র নিয়ে আলাপ ফাঁস

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২৩ । ০১:১২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২৩ । ০১:১২

ইবি প্রতিনিধি

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগ বোর্ডের প্রশ্নপত্র এক প্রার্থীকে ফাঁস করে দেওয়ার কথপোকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কণ্ঠ শোনা যায়। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ইবি থানায় সাধারণ ডায়েরি করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান। তিনি দাবি করেছেন, কণ্ঠটা 'এডিট' করা।

জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টায় ফারাহ জেবিন নামে একটি ফেসবুক আইডি থেকে উপাচার্যের কণ্ঠসদৃশ কথপোকথন ছড়িয়ে পড়ে। ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানানো হয়। ওই আইডি থেকে মোট তিনটি সংক্ষিপ্ত কথপোকথন প্রচার হয়েছে।

কথপোকথনে শুধু উপাচার্যের মতো কণ্ঠ শোনা যায়। এতে অলি নামে এক চাকরি প্রার্থীর সঙ্গে একটি বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা নিয়ে আলাপ হয়। এ ছাড়া পরবর্তী পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়। অডিওতে ওই প্রার্থীকে আগামী নিয়োগ বোর্ডে টাকা দিয়ে আবেদন করানোর জন্য তিনজন প্রার্থীকে জোগাড় করতে বলা হয়।

এ ছাড়া এই প্রার্থীকে পুনরায় আবেদনের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা সিন্ডিকেটে নেওয়া হবে না বলেও আলাপ কারা হয়।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান বলেন, 'এখানে এক পাক্ষিক কথা শোনা যাচ্ছে। ধারণা করছি কণ্ঠটা এডিট করা। আইডিটা খুঁজে বের করতে ভিসি স্যারের নির্দেশে থানায় জিডি করা হয়েছে। স্যার যশোরে সমাবর্তনে যোগ দিতে গেছেন।' এ বিষয়ে উপাচার্যের প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com