
ইংরেজিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিপাকে জামাল ভূঁইয়া
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২৩ । ১৫:১৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২৩ । ১৫:১৯
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া
চির প্রেরণার অমর একুশে আজ। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলনে প্রাণ দিয়েছিলেন রফিক, শকিফ, সালাম, বরকত, জব্বার। ইউনেস্কো মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় বিশ্বজুড়েই।
ভাষা শহীদদের স্মরণে দেশজুড়ে চলছে দিনব্যাপী নানা আয়োজন। সম্মান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাদ যাচ্ছেন না ক্রীড়াঙ্গনের মানুষরাও। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও বাংলার পরিবর্তে ইংরেজিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিপাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুকে মঙ্গলবার এক পোস্টে ইংরেজিতে জামাল ভূঁইয়া লেখেন, 'International Mother language today. Respect to the brave martyrs who sacrificed their lives for the recognition of our mother tongue. Their amazing spirit fueled our struggle for liberation.'
জামাল ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল হতেই এটি নিয়ে সমালোচনায় মেতেছে নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই লেখছে, অন্তত আজকের দিনে বাংলায় শ্রদ্ধা জানানো যেত।
বাংলাদেশ অধিনায়কের পোস্টে নাসির উদ্দিন নামের একজন লিখেছেন, 'যে ভাষার জন্য এতো সংগ্রাম আর রক্ত দিতো হলো। অন্তত আজকের দিনে পোস্টটা বাংলা ভাষায় লিখতে পারতেন।'
রাশেদ মিলন নামের একজন মন্তব্যের ঘরে লেখেছেন, 'যে ভাষার জন্য এতো রক্ত, এতো প্রাণ গেল, তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তাও আবার অন্য ভাষায়,বাহ বাহহ। আপনাদের শ্রদ্ধাবোধ খুবই সুন্দর।'
সমালোচনার মাত্রা ছাড়িয়ে গেলে সেই পোস্টটি 'এডিট' করে বাংলা ভাষাও যুক্ত করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ইংরেজির পাশাপাশি বাংলাতে জামাল ভূঁইয়া লেখেন, 'আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার স্বীকৃতির জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।'
জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী একজন বাংলাদেশি। বাংলাদেশের জাতীয় দলে তার অভিষেক হয়েছিল ২০১৩ সালে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com