
ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকে ১ বিলিয়ন ডলার দিল সৌদি আরব
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২৩ । ০৪:৫৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২৩ । ০৪:৫৫
অনলাইন ডেস্ক
-samakal-63f54bc67d193.jpg)
ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক ভবন। ছবি: রয়টার্স
চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। নিজস্ব মুদ্রার মান কমে যাওয়া এবং জ্বালানি ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া নিয়ে ব্যাপক সমস্যায় রয়েছে দেশটি। ইয়েমেনের এমন সংকটকালে পাশে দাঁড়াতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে এক বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা জানাল সৌদি আরব।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপি’র তথ্য মতে, মঙ্গলবার ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকে ওই অর্থ জমা হয়েছে।
সেন্ট্রাল ব্যাংক অব ইয়েমেন দেশটির অর্থনৈতিক সংস্কারে এ অর্থ ব্যয় করবে বলে জানা গেছে। আরব মুদ্রা তহবিল (এএমএফ) এ কার্যক্রম তদারকি করবে। সূত্র: রয়টার্স ও সৌদি গেজেট
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com