
টেলিটকের টাওয়ার ব্যবহার করবে বাংলালিংক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২৩ । ২৩:২২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২৩ । ০১:১৩
সমকাল প্রতিবেদক

ছবি- সংগৃহীত
এখন থেকে টেলিটকের টাওয়ার ব্যবহার করতে পারবে বাংলালিংক। এজন্য টেলিটক, বাংলালিংক ও সামিট টাওয়ার্সের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান এবং সামিট টাওয়ার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এই জন্য মোবাইল অপারেটর, এনটিটিএনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোর মধ্যে অবকাঠামো শেয়ার জরুরি। অবকাঠামো শেয়ার মোবাইল খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে। কারণ চার অপারেটর চারটি টাওয়ার ব্যবহারের পরিবর্তে যদি একটি টাওয়ারই চার কোম্পানি ব্যবহার করে তাহলে ব্যবহারকারীরা যেমন উপকৃত হবে তেমনি বিনিয়োগও কমে আসবে।
তিনি আরও বলেন, সামনের দিনে ফাইভজিতে রূপান্তরের সময় অনেক বেশি অবকাঠামোর দরকার হবে। এ ক্ষেত্রে প্রত্যেক অপারেটরের জন্য আলাদা আলাদা অবকাঠামো নির্মাণ অনেক বেশি কঠিন হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com