
৬৯ বিলিয়ন ডলারে গেমিং কোম্পানি অধিগ্রহণ
সনির মামলায় কাঠগড়ায় মাইক্রোসফট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫১ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

৬৯ বিলিয়ন মানে ৬ হাজার ৯০০ কোটি ডলারে 'কল অব ডিউটি' এবং 'ক্যান্ডি ক্রাশ'-এর মতো জনপ্রিয় গেম নির্মাতা 'অ্যাকটিভেশন ব্লিজার্ড' অধিগ্রহণ চুক্তি করেছে মাইক্রোসফট। এ অধিগ্রহণ সম্পন্ন হলে ভিডিও গেমিং খাতে মাইক্রোসফটের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে, যাতে ক্ষতিগ্রস্ত হবে প্রতিযোগী নির্মাতা ও গেমাররা- এমন অভিযোগ এনে মাইক্রোসফটকে কাঠগড়ায় তুলেছে জাপানি গেমিং কোম্পানি সনি।
গেমিং কনসোল প্লেস্টেশন নির্মাতা সনির অভিযোগ হচ্ছে, এ অধিগ্রহণের মাধ্যমে বিশ্বের জনপ্রিয় গেমগুলোর ওপর মাইক্রোসফটের একপেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালতে গত মঙ্গলবার শুনানি হয়েছে। গেম খেলার ডিভাইস মাইক্রোসফটের এক্সবক্স-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সনি প্লেস্টেশন।
ইইউ আদালতে শুনানিতে সনির অভিযোগ উড়িয়ে দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্রাড স্মিথ বলেন, 'এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের প্রস্তাবিত একীভূতকরণ প্রতিযোগিতা বাড়াবে। নির্মাতা ও গেমারদের জন্য আরও ভালো সুযোগ তৈরি করবে।'
বিবিসি জানিয়েছে, শুনানিকালে গুগল ও চিপ নির্মাতা এনভিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে এ শুনানিতে জনসাধারণ কিংবা গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। সনির শঙ্কা, অধিগ্রহণের ফলে অ্যাকটিভেশন ব্লিজার্ডের গেমগুলো হয়তো শুধু এক্সবক্স ডিভাইসেই খেলা যাবে।
মাইক্রোসফট প্রতিশ্রুতি দিয়ে বলেছে, অন্তত আগামী ১০ বছরের জন্য অ্যাকটিভেশন ব্লিজার্ডের গেমগুলো সনি, নিনটেন্ডো ও স্টিম প্ল্যাটফর্মে খেলা যাবে। তবে এ ধরনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে সনি বিবৃতি দিয়ে বলেছে, বিষয়টি আদালতেই সমাধান করা হবে।
এদিকে চিলি, ব্রাজিল ও সৌদি আরবের মতো দেশগুলো এ মাইক্রোসফটের এ অধিগ্রহণে সম্মতি দিয়েছে। যুক্তরাজ্যের আদালত চূড়ান্ত আদেশ না দিলেও কল অব ডিউটি গেম আলাদাভাবে বিক্রির পরামর্শ দিয়েছে মাইক্রোসফটকে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com