‘না বলে বাড়ি গেছো’ বলে ছাত্রকে পেটালেন মাদ্রাসার বাবুর্চি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২৩ । ১০:৫৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২৩ । ১১:১১

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

ফাইল ছবি

পটুয়াখালীর দুমকীতে অনুমতি না নিয়ে বাড়িতে যাওয়ায় আবুবকর সিদ্দিক (১১) নামের এক ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে মাদ্রাসার বাবুর্চি ফিরোজের বিরুদ্ধে। খবর পেয়ে আহত মাদ্রাসাছাত্র আবুবকর সিদ্দিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে হাসেমিয়া ছালেহিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাদ্রাসার বাবুর্চি ফিরোজ মুরাদিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের আক্কেল আলী দেওয়ানের ছেলে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক। 

আহত ছাত্রের বাবা আবুল কালাম জানান, ‘২১ ফেব্রুয়ারি মাদ্রাসা বন্ধ থাকায় আবুবকর তার মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে আসে। পরের দিন সকালে তাকে মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে জানতে পারি, বাবুর্চি ফিরোজ আমার ছেলেকে বেত দিয়ে পিটিয়েছে আহত করেছেন।’

আবুবকর সিদ্দিক বলে, ‘সকালে মাদ্রাসায় যাওয়ার কিছুক্ষণ পরই বাবুর্চি ফিরোজ বলেন, “তুই গতকাল না বলে বাড়ি গেছো।” এই বলে আমাকে বেত দিয়ে পিঠে মারা শুরু করে।ফিরোজ চাচার কাছে মাফ চাইলেও তিনি আমাকে মারতে থাকেন।’

অভিযুক্ত বাবুর্চি ফিরোজের সঙ্গে মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে মোবাইল ফোন বন্ধ করে রাখেন। 

হাসেমিয়া ছালেহিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আবু জাফর বলেন, মাদ্রাসা থেকে যদি কোনো ছাত্র অনুমতি না নিয়ে বাড়ি যায়, সেটা দেখবে শিক্ষকরা। একজন বাবুর্চি তো কাউকে মারতে পারে না। এ বিষয়ে বৃহস্পতিবার মাগরিব বাদ কমিটির সবাইকে নিয়ে তার বিচার করা হবে।’

এবিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম জানান, বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com