
অবশেষে বাড়ি ফিরল কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া রাতুল
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২৩ । ১৮:০০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২৩ । ২১:৪৬
সমকাল প্রতিবেদক

পরিবারের সদস্যদের সঙ্গে কনটেইনারে করে মালয়েশিয়া যাওয়া কুমিল্লার কিশোর রাতুল। ছবি-সংগৃহীত
অবশেষে বাড়ি ফিরেছে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে করে মালয়েশিয়া যাওয়া কুমিল্লার কিশোর মো. রাতুল ইসলাম (১৪)। ছেলেকে ফিরে পেয়ে খুশি তার মা-বাবাসহ স্বজনরা।
বুধবার সন্ধ্যায় রাতুল মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে তার বাড়িতে পৌঁছায়। রাতুলের বাবা মো. ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
ছেলেকে ফিরে পেয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাতুলের মা-বাবা। তবে কীভাবে কনটেইনারে করে মালয়েশিয়া চলে গিয়েছিল, সে বিষয়ে এখনো কিছু বলতে পারছে না রাতুল।
এর আগে ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনার মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকেরা। এরপরই কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। পরবর্তী সময় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে শনাক্ত করে পরিবারের সদস্যরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com