
একুশে বইমেলায় এম মিরাজ হোসেনের ‘তবু ফুল ফুটুক' ও ‘ব্যাখ্যাতীত’
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২৩ । ১৩:০৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২৩ । ১৩:৫১
অনলাইন ডেস্ক
এবার বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক এম মিরাজ হোসেনের চতুর্থ উপন্যাস ‘তবু ফুল ফুটুক’। গ্রামীণ পটভূমিকায় রচিত হয়েছে বইটি। প্রকাশনা প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তানের স্টলে বইটি পাওয়া যাচ্ছে ।
এম মিরাজ হোসেন নতুন বই প্রসঙ্গে বলেন, গ্রামীণ সমাজের এক করুণ চিত্র ফুটে উঠেছে বইটিতে। প্রায় সব বয়সীদের কাছেই বইটি গ্রহণযোগ্যতা পেয়েছে।
তিনি জানান,নতুন বইয়ের পাশাপাশি বইমেলায় তার গত বছরের থ্রিলার বই ‘ব্যাখ্যাতীত’ও পাওয়া যাচ্ছে।
এম মিরাজ হোসেন মূলত একজন ব্যবসায়ী। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একজন সক্রিয় সদস্য এবং এল/সি অফ ঢাকা মহাখালী ফ্রেন্ডস এর সভাপতি। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে ব্যস্ত সময়ের মাঝে লেখালেখি করেন তিনি। সম্প্রতি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, ইউএসএ কর্তৃক নিবেদিত মানবিক সেবার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। গত বছর, তিনি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে ইন্দিরা গান্ধী স্বর্ণপদক এবং আসামের মানব বিকাশ পরিষদ থেকে স্বর্ণপদক লাভ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com