বইমেলায় বিনয় দত্তের ‘প্রহসনের এক রাত্তির’

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২৩ । ১৫:১০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২৩ । ১৬:০৩

অনলাইন ডেস্ক

সমকালীন কথনমালা নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক বিনয় দত্তের বই ‘প্রহসনের এক রাত্তির’। এটি লেখকের ষষ্ঠ বই। বইটি প্রকাশ করেছে অনার্য ‘পুথিনিলয়’। বইটি পাওয়া যাচ্ছে ১৫ নং প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। চারু পিন্টু। ১২৮ পৃষ্ঠার বইয়ের মুদ্রিত মূল্য ৩৭০ টাকা।

বইটি সম্পর্কে লেখক বলেন, আমি সমাজ পরিবর্তনের কথা বলি। কারণ সমাজকে যদি সন্তানের মতো দেখি তবে তা আমাদেরই লালন-পালন এবং পরিবর্তন করতে হবে। কখনো মাঠের জন্য আহাজারি করে, কখনো শিক্ষাব্যবস্থার পরিবর্তন চাই বলে চিৎকার করে, কখনো সাম্প্রদায়িক দাবানল বন্ধ করে, কখনো তারুণ্যের সংকটের কথা বলে সেই পরিবর্তন ঘটানো সম্ভব। মূল বিষয় হলো, আমাদের দেশে যে সংকট চলমান তার সমাধান সম্ভব। কীভাবে? সেই গল্প বলার চেষ্টা করেছি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com