আইপিডিসি আমাদের গান: গাজী মাজহারুল আনোয়ারকে উৎসর্গ করে নতুন সিজন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২৩ । ০১:৩৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২৩ । ০১:৩৪

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার নতুন সিজনের উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলার মাটি ও মানুষের গান নিয়ে ভিন্নধর্মী সংগীতানুষ্ঠান ‘আইপিডিসি আমাদের গান’র ৫ম সিজন শুরু হয়েছে। স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের আটটি গান দিয়ে সাজানো হয়েছে এবারের সিজন।

গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একাধারে গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান লিখেছেন। বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি অমর গান।

গুণী এই ব্যক্তিত্ব যে আবেগ নিয়ে চমৎকার শব্দচয়নে বিভিন্ন ধারার গান রচনা করে বাংলা গানের শ্রোতাদের ঋণী করেছেন। সেই আবেগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই ‘আইপিডিসি আমাদের গান’ পঞ্চম সিজনটি উৎসর্গ করা হয়েছে এই গীতিকারকে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নতুন সিজনের উদ্বোধন ঘোষণা করা হয়। গাজী মাজহারুল আনোয়ারের লোকপ্রিয় গান ‘তুমি আরেকবার আসিয়া’ প্রকাশের মাধ্যমে নতুন সিজনের যাত্রা শুরু হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী অনিমেষ রায়।

উদ্বোধনী আয়োজনে গাজী মাজহারুল আনোয়ারের পরিবারবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের বেশ কজন জনপ্রিয় তারকা। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। তারা জানান, গাজী মাজহারুল আনোয়ার তার কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে কিংবদন্তি হয়েছেন এবং তার সমস্ত অবদান পুরো পরিবারের জন্য বিরাট গর্বের।

বাংলা গানের প্রতি মানুষের প্রেমের মধ্য দিয়ে গাজী মাজহারুল আনোয়ার সকলের অন্তরে বেঁচে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন গাজী পরিবার। এই উদ্যোগ গাজী মাজহারুল আনোয়ারের কাজের সঙ্গে নতুন প্রজন্মকেও পরিচিত করে তুলবে বলে তারা বিশ্বাস করেন।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, গাজী মাজহারুল আনোয়ারের মতো একজন কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘আইপিডিসি আমাদের গান’র ৫ম সিজন শুরু করতে পেরে আইপিডিসি পরিবার অত্যন্ত আনন্দিত। তিনি বাংলার গর্ব এবং তাঁর গানের মাধ্যমে বাঙালি চিরকাল তাঁকে স্মরণ করবে। 

তিনি আরও বলেন, আইপিডিসি আমাদের গানের লক্ষ্যই হলো দেশের জনপ্রিয় গানগুলো তরুণ প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে পরিবেশন করা। গুণী এই শিল্পীর সৃষ্টিগুলো বাংলা গানের প্রতি এই প্রজন্মের ভালোবাসা ও আগ্রহ অনেকগুণ বাড়িয়ে তুলবে বলে আমার বিশ্বাস।

২০২০ সালে ‘আইপিডিসি আমাদের গান’-এর প্রথম সিজন আত্মপ্রকাশ করে। এ পর্যন্ত ৪টি সিজনে নতুন আঙ্গিকে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে। বাংলার শেকড়ে মিশে থাকা গানগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রত্যয়ে কাজ করে আসছে প্ল্যাটফর্মটি। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com