প্রতিমন্ত্রী পলক ফের করোনায় আক্রান্ত

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ১০:১২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ১০:২৯

নাটোর প্রতিনিধি

জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. রাকিবুল ইসলাম। এ ছাড়া প্রতিমন্ত্রী তার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

এপিএস রাকিবুল ইসলাম জানিয়েছেন, আজ সোমবার মন্ত্রিপরিষদের সভা থাকায় প্রতিমন্ত্রী পলক রোববার করোনা পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

তিনি জানান, প্রতিমন্ত্রী পলক গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন।

প্রতিমন্ত্রী পলক তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বলেও জানান এপিএস রাকিবুল।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী পলক ও তার দুই ছেলে গত বছরের ৯ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com