
প্লেব্যাকে শফি মণ্ডল-চন্দনা মজুমদার
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ১২:১৯ | প্রিন্ট সংস্করণ
আনন্দ প্রতিদিন প্রতিবেদক

শফি মণ্ডল ও চন্দনা মজুমদার
নন্দিত কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার ও শফি মণ্ডল গাইলেন সোহেল রানা বয়াতির পরিচালনায় নির্মাণাধীন 'নয়া মানুষ' সিনেমার সূচনা সংগীত। 'জাত-অজাতের রীতি রেওয়াজ/ কীসের খোঁজো দোষ/ আল্লাহ ঈশ্বর এক হৃদয়ে/ নয়া সে মানুষ/ আহা নয়া সে মানুষ'- এমন কথার গানটি লিখেছেন রণক ইকরাম। সম্প্রতি মগবাজারের 'লং প্লে' স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে।
'নয়া মানুষ' শিরোনামে গানটির সুর করেছেন প্লাবন কোরেশী, সংগীত পরিচালনায় ছিলেন মুশফিক লিটু। এ প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, "সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান 'নয়া মানুষ'। দ্বৈত এই গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।"
অন্যদিকে বাউল শফি মণ্ডল বলেন, 'দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এটি সেই রকমই একটি গান।' সিনেমাটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্মিত হচ্ছে। গত বছরের অক্টোবরে এর ৭০ শতাংশ কাজ শেষ করেছেন নির্মাতা। শিগগিরই বাকি চিত্রধারণের কাজ শুরু করবেন বলে জানান তিনি।
আ মা ম হাসানুজ্জামানের 'বেদনার বালুচর' গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য মাসুম রেজার। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী উষশী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com