
বিচারক দম্পতির বই 'বিচারের আদ্যোপান্ত'
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৫৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ১৪:৫৭
সমকাল প্রতিবেদক

দেওয়ানী মোকদ্দমা বিষয়ক আইন সমূহের বিশাল পরিধিকে ছোট্ট মলাটবদ্ধ করার অনবদ্য প্রচেষ্টা-বিচারের আদ্যোপান্ত (দেওয়ানি পরিপ্রেক্ষিত)। আইনের বই লেখা সহজ কিন্তু মানসম্মত বই লেখা অত্যন্ত কঠিন। সেই কাজটি সহজ করেছেন বিচারক দম্পতি আশফাকুর রহমান ও মেহেরা মাহাবুব। ছাত্র ও পেশাগত জীবনের পুঞ্জিভূত অভিজ্ঞতা থেকে এ বইখানা লিখিত। তারা দীর্ঘদিন দেওয়ানী বিচারক হিসেবে সুনামের সাথে বিচারকার্য পরিচালনা করতে গিয়ে যা শিখেছেন তাই এ বইয়ে সন্নিবেশিত করেছেন।
আইনের বিধানগুলো বাস্তবে কিভাবে প্রতিফলিত হয় শিক্ষার্থীরা এ বই থেকে সহজেই জানতে পারবেন। মানসম্মত পিল্গডিংস প্রস্তুত, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা, রায় লিখনসহ যাবতীয় বিষয় সুন্দরভাবে সন্নিবেশিত রয়েছে এখানে। সেদিক থেকে নবীন বিচারক, আইনজীবী ও আইন গবেষকদের কাছেও বইটি সমধিক গুরুত্বপূর্ণ। বইমেলায় জলধি প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com