সংবাদ সম্মেলনে বৃদ্ধা মা

ছেলেকে অপহরণের পর খুন করে গুমের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ১৮:০৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ১৮:১৭

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নাসিরের বৃদ্ধ মা - সমকাল

ছেলেকে অপহরণ ও খুনের মোটিভ খুঁজে বের করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এক বৃদ্ধা মা। সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

ছকিনা বেগম নামে এই মায়ের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মাইজপাড়া এলাকায়। তিনি স্থানীয় প্রয়াত আবুল কাশেম চৌধুরীর স্ত্রী।

সংবাদ সম্মেলনে ছকিনা বেগম ছেলেকে হারানো ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তার মেজ ছেলে মো. নাছির উদ্দিন (৪০) দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। প্রবাসের কষ্টের টাকায় নগরীর ফুলগাজী এলাকায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে বসবাস করছিলেন। স্ত্রীর কাছে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চেয়ে না পাওয়ার পাশাপাশি বেপরোয়া চলাফেরায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। আবার শ্যালিকার জামাই আবদুল জব্বার আড়াই লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

গত বছরের ৮ নভেম্বর মাসে নাছিরের স্ত্রী শেলী আকতার, শ্যালিকার স্বামী আবদুল জব্বার ও আবু সালেহ টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নেন। স্ত্রীর নম্বর থেকে ফোন করা হয় তাকে। এরপর থেকে নাছিরকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় গত বছরের ১৫ নভেম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আদালতে মামলা দায়ের করা হয়।

ছকিনা বেগমের অভিযোগ, স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়টি জেনে যায় নাছির। এ কারণে স্ত্রীসহ অন্যান্য আসামিরা তাকে টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করে মরদেহ গুম করে ফেলেছে। এখন এর বিচার চান তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com