হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পেলেন ভুক্তভোগীরা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ২২:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ২২:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার কথা বলে ৯ ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের হস্তক্ষেপে ফেরত দিয়েছে দালালচক্র। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দালালের খপ্পরে পড়া উপজেলার চৌডালা ইউনিয়নের ৯ জন ভুক্তভোগী ইউএনও’র কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আনসার সদস্যরা দালালচক্রের ৩ সদস্যকে আটক করে। পরে আটক দালাল চক্র ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেয়। পরে মুচলেকা নিয়ে তারা ছাড়া পান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন বলেন, উপজেলায় কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অভিযোগ পেলে অবশ্যই  ব্যবস্থা নেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com