
যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে উঠলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাইনবোর্ড
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ২২:২৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২৩ । ২২:২৭
নিউইয়র্ক প্রতিনিধি

ক্যামব্রিজ সিটি মেয়র সুম্বুল সিদ্দিকীর উদ্যোগে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ সাইনবোর্ডটি স্থাপন করা হয় বলে জানিয়েছেন ক্যামব্রিজ প্রবাসীদের সংগঠন ভিনগোলার্ধের কর্নধার কবি ও ছড়াকার বদিউজ্জামান নাসিম।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে ক্যামব্রিজ শহরটি নানা বিবেচনায় বিশ্বের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শহর। এই শহরের কর্তৃপক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) বার্তা ছড়িয়ে দিতে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এতে বাঙালি হিসেবে আমরা অত্যন্ত গর্বিত। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা স্ব স্ব একালায় সিটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করলে দেশ ও জাতি নিঃসন্দেহে উপকৃত হবে।
এ সময় তিনি ক্যামব্রিজ সিটি মেয়র সুম্বুল সিদ্দিকীকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com