মেয়াদোত্তীর্ণ-নকল কীটনাশক জব্দ

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২৩ । ০৩:৫৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২৩ । ০৩:৫৭

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

ছবি: সমকাল

কেন্দুয়ার রোয়াইল বাড়ি বাজার থেকে চার লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও নকল কীটনাশক জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে রোয়াইল বাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

এ সময় দুটি দোকানঘর থেকে দুই হাজার ১২০ কেজি নকল বাসুডিন ও ১০ গ্রাম ওজনের দুই হাজার ২০০ প্যাকেট ল্যান্ডজুয়েট কীটনাশক জব্দ করা হয়।

রোয়াইল বাড়ি বাজারের রতন মিয়ার ঘরসহ দুটি ঘরে অভিযান চালিয়ে জব্দ কীটনাশক উপজেলা সদরে নিয়ে এসে কৃষি বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

ইউএনও কাবেরী জালাল বলেন, ‘এসব মেয়াদোত্তীর্ণ ও নকল কীটনাশকের মূল্য আনুমানিক চার লাখ টাকা। নকল কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com