
মানুষের জায়গা নিচ্ছে চ্যাটজিপিটি, কাজ হারাবে বহু মানুষ
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২৩ । ১১:৪১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২৩ । ১১:৪৯
অনলাইন ডেস্ক

ছবি: বিবিসি
মানুষের জায়গা নিচ্ছে চ্যাটজিপিটি। বিশেষজ্ঞদের ধারণা ছিল মাইক্রোসফটের চ্যাটজিপিটি ধীরে ধীরে মানুষের জায়গা নেবে, কাজ হারাবে বহু মানুষ। ইতিমধ্যেই বহু কোম্পানি কর্মীর পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেছে। হাজার হাজার ডলার অর্থ সাশ্রয় করছে।
ফরচুনের প্রতিবেদন অনুয়ায়ী, যেসব কোম্পানি চ্যাটজিপিটি ব্যবহার করছে, তারা প্রায় ৪৮ শতাংশ অর্থ সাশ্রয় করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিজিওমবিল্ডার ইতোমধ্যে চ্যাটজিপিটি নিয়ে একটি সমীক্ষা করেছে। যেখানে ১০০০ জন বিজনেস লিডার অংশগ্রহণ করেন। দেখা গেছে তাদের মধ্যে অর্ধেক চ্যাটজিপিটি ব্যবহার করছেন। অনেক কোম্পানি কর্মীদের পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করছে।
টিসিএস-এর মতে, চ্যাটজিপিটি উৎপাদনশীলতা বাড়াবে। মানুষের চাকরি খাওয়ার পরিবর্তে সহকর্মী হিসেবে কাজ করবে ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com