
জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২৩ । ১৫:৫৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২৩ । ১৫:৫৮
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে জুয়েল হোসেন (৪৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে। একই আদেশে ওই মামলার অপর আসামি নিহতের শ্বশুর ও শাশুড়িকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক (ওসি) আবদুল লতিফ খান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জুয়েল হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুড় দাহারপুকুর আদর্শ গ্রামের আবদুল জলিলের ছেলে।
মামলা সংক্ষিপ্ত বিবরণ সুত্রে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুড় দাহারপুকুর আদর্শ গ্রামের আবদুল জলিলের ছেলে জুয়েল হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী বেগমকে ২০০৭ সালের ২৩ জুলাই রাত ১০টার দিকে যৌতুকের জন্য নির্যাতন করে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরদিন একই বছরের ২৪ জুলাই নিহতের বোন জেলার আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের রাবেয়া খাতুন বাদী হয়ে ক্ষেতলাল থানায় নিহতের স্বামী জুয়েল হোসেন, তার বাবা আবদুল জলিল ও মা লিলি বেগমের নামে হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানার তৎকালীন এস আই আতিয়ার রহমান তদন্ত শেষে তিন জনের নাম উল্লেখ করে ২০০৭ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড ও শ্বশুর এবং শাশুড়িকে খালাসের আদেশ দেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com