রামপালের জন্য আনা আরও কয়লা খালাস চলেছে মোংলা বন্দরে

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২৩ । ১৮:২৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২৩ । ১৮:২৭

মোংলা ( বাগেরহাট) প্রতিনিধি

ছবি: সমকাল

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে আরও ৫৫ হাজার টন জ্বালানি কয়লা। গত ২৩ ফ্রেব্রæয়ারি সকাল সাড়ে ৯টায় সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি ক্রিমসন নাইট’ জাহাজে করে এই কয়লা আসে। মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় কয়লাবাহী ওই জাহাজটি নোঙ্গর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সমকালকে এই তথ্য জানায়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক মঙ্গলবার বিকেলে জানান, ‘৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করা জাহাজ থেকে কয়লা খালাস চলছে। ছোট লাইটার জাহাজে করে এ পর্যন্ত ১৫ হাজার টন খালাস হওয়া কয়লা রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যে পুরোপুরি সব কয়লা খালাস করা হবে বলে।’ 

মার্চ মাসের প্রথম সপ্তাহে কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা উল্লেখ করে খন্দকার রিয়াজুল হক বলেন, এ পর্যন্ত রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ছয়টি মার্চেন্ট শিপ এবং তিনটি লাইটার জাহাজে করে দুই লাখ ৩৪ হাজার ৭৫২ মেটিক টন কয়লা এসেছে।

এর মধ্যে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ১৯ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ১৫ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ৮ ফেব্রুয়ারি ৩৩ হাজার এবং ২০২২ সালের ৬ নভেম্বর ৩৩ হাজার, ২০ সেপ্টেম্বর ৫৫ হাজার ও ২০২১ সালের ১৯ জুলাই তিনটি ছোট লাইটার জাহাজে করে তিন হাজার ৭৫২ মেট্রিকটন কয়লা আমদানি হয় মোংলা বন্দরে। সেখান থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয় এই কয়লা। বর্তমানে সেই জ্বালানি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান রিয়াজুল হক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com