তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

দেশে ফিরেছেন হাজারো সিরীয় শরণার্থী

প্রকাশ: ০১ মার্চ ২৩ । ১০:৫৪ | আপডেট: ০১ মার্চ ২৩ । ১০:৫৪

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর গত দুই সপ্তাহে সেখান থেকে  দেশে ফিরেছেন প্রায় ৪০ হাজার সিরীয় শরণার্থী। তাঁদের প্রায় সবাই সিরিয়ার আলেপ্পো প্রদেশের বাসিন্দা। খবর রয়টার্সের।

গৃহযুদ্ধের আঁচ থেকে আত্মরক্ষার্থে শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন। তুরস্কের একাধিক সরকারি কর্মকর্তা এবং সিরিয়ার একটি সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মাজেন আলৌস নিশ্চিত করেছেন এ তথ্য।

তুরস্কের কর্মকর্তারা বলেন, ভূমিকম্পের পর আশ্রিত শরণার্থীদের চলাচলের ওপর যাবতীয় কড়াকড়ি শিথিল করেছে সরকার। তারপর থেকেই শরণার্থী ক্যাম্প থেকে দলে দলে নিজ দেশে ফিরে যাচ্ছেন সিরীয় শরণার্থীরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com