
পোশাকশিল্পে বৈপ্লবিক পরিবর্তনে বিইউএফটিএএর আয়োজন
প্রকাশ: ০১ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ০১ মার্চ ২৩ । ১৪:৪৭ | প্রিন্ট সংস্করণ
--

ফ্যাশন ও পোশাকশিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। বসুন্ধরার আইসিসিবি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বাণিজ্যমন্ত্রী এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য টিপু মুনশি, মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন; ট্রাস্টি বোর্ড, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি আতিকুল ইসলাম, বিজিএমইএ সভাপতি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক হাসান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক, উপাচার্য অধ্যাপক, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ড. এসএম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
কোটামুক্ত বৈশ্বিক বাজার কাটিয়ে উঠতে বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বর্তমান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠিত হয়েছিল, যা ফ্যাশন ও তৈরি পোশাকশিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে বিজিএমইএর একটি দূরদর্শী পদক্ষেপ। বিইউএফটিয়ান রিইউনিয়ন ২০২৩ প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে তাদের অবদান উদযাপনের একটি সুযোগ। একটি শক্তিশালী এবং নিবেদিত অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে, যার মধ্যে আছেন গার্মেন্ট শিল্পের উদ্যোক্তা, বেশ কয়েকজন কান্ট্রি ম্যানেজারসহ বিশ্বজুড়ে থাকা হাজার হাজার টপ এবং মিড লেভেল স্তরের পেশাদার। ইভেন্টটি প্রাক্তন শিক্ষার্থীদের একত্র হওয়া এবং নতুন সংযোগ তৈরি করার জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিইউএফটির হাজারো প্রাক্তন শিক্ষার্থী দেশি-বিদেশি স্বনামধন্য বায়িং হাউসের নেতৃত্ব দিচ্ছেন এবং দেশের বেশিরভাগ শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর শীর্ষ পদে অধিষ্ঠিত রয়েছেন এবং টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখছেন।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে (পূর্বে বিআইএফটি) অনুসরণ করে বর্তমানে ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট পোশাক উৎপাদন ও ফ্যাশন ডিজাইন বিষয়ে শিক্ষা দিচ্ছে, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থীরা একটি শক্তিশালী মধ্যম স্তরের ম্যানেজমেন্ট জনশক্তি গড়ে তোলার মাধ্যমে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দক্ষ জনশক্তি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে তাদের অবদান অব্যাহত রাখতে এ প্ল্যাটফর্মে একত্র হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com