
এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা ফনটেইন মারা গেছেন
প্রকাশ: ০১ মার্চ ২৩ । ১৮:০৯ | আপডেট: ০১ মার্চ ২৩ । ১৮:০৯
স্পোর্টস ডেস্ক

ফ্রান্স কিংবদন্তি ফনটেইন। ছবি: ফাইল
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জাস্ট লুইজ ফনটেইন বুধবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। কিংবদন্তি এই ফরোয়ার্ডের মৃত্যুতে ফুটবল বিশ্ব শোকাহত।
ফ্রান্সের হয়ে ফনটেইনের ক্যারিয়ার সাত বছরের। জাতীয় দলের জার্সিতে এই স্ট্রাইকার ২১ ম্যাচে ৩০ গোল করেছেন। এর মধ্যে ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচ খেলে ১৩ গোল করেছিলেন তিনি।
যা এক বিশ্বকাপে এখনও সর্বোচ্চ গোল করার রেকর্ড হিসেবে টিকে আছে। এক আসরে তার ১৩ গোলের ধারেকাছেও কেউ আর যেতে পারেননি। ১৯৫৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পেলের ব্রাজিল। ওই বিশ্বকাপ ফ্রান্সের ফনটেইনকেও অমর করেছে।
১৯৩৩ সালে জন্ম নেওয়া ফনটেইনের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ১৭ বছর বয়সে। ১১ বছর পেশাদার ফুটবল খেলেছেন তিনি। মাত্র ২৮ বছর বয়সে থামে ইউএসএম কাসাব্লাঙ্কা দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করে রিমসে থামেন তিনি। সব মিলিয়ে ক্লাবের হয়ে ২৮৪ ম্যাচ খেলে ২৫৮ গোল করেছেন তিনি।
বুট জোড়া তুলে রাখার পর শীর্ষ পর্যায়ে কোচিংও করিয়েছেন তিনি। ফ্রান্স জাতীয় দলের ডাগ আউটে দাঁড়িয়েছেন। তিন মৌসুম মরক্কোর জাতীয় দলের কোচ ছিলেন। তার আগে ফ্রান্স ক্লাব পিএসজিতে তিন মৌসুম এবং তুলুজে এক মৌসুম দায়িত্ব পালন করেছেন ফনটেইন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com