বগুড়ায় মানুষের ৪৪০টি হাড়সহ গ্রেপ্তার ২

প্রকাশ: ০১ মার্চ ২৩ । ১৮:৩৮ | আপডেট: ০১ মার্চ ২৩ । ১৮:৩৮

বগুড়া ব্যুরো

গ্রেপ্তার দুইজন। ছবি: সমকাল

বগুড়ার শেরপুরে মানুষের শরীরের বিভিন্ন অংশের ৪৪০টি হাড়সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, বিভিন্ন কবরস্থান থেকে চুরি করে কঙ্কালগুলো সংগ্রহ করা হয়েছে। 

বুধবার সকাল ৮টায় উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা বটতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের মনো মিয়ার ছেলে রাশেদ খান (২৪) ও একই উপজেলার পশ্চিম গাড়ারিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন (২৬)।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা বটতলায় চেকপোস্ট বসিয়ে যৌথভাবে অভিযান চালাছিল পুলিশ ও বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঢাকাগামী একটি বাসের দুই যাত্রী গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা চারটি ব্যাগ থেকে মাথার খুলি, পা, হাত ও কোমরের হাড়সহ শরীরের বিভিন্ন অংশের ৪৪০টি হাড় উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তাররা বগুড়ার সারিয়াকান্দির এক ব্যক্তির কাছ থেকে কঙ্কালগুলো নিয়ে আসেন। পরে শেরপুর থেকে বাসে করে তারা ঢাকায় পাচারের উদ্দেশ্যে কঙ্কালগুলো নিয়ে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে বিভিন্ন কবরস্থান থেকে চুরি করে কঙ্কালগুলো সংগ্রহ করা হয়েছে। এটি সংঘবদ্ধ চক্রের কাজ। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com