
বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান আরিফ মোস্তফা
প্রকাশ: ০১ মার্চ ২৩ । ২০:২০ | আপডেট: ০১ মার্চ ২৩ । ২০:২০
সমকাল প্রতিবেদক

কমডোর আরিফ আহমেদ মোস্তফা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে কমডোর আরিফ আহমেদ মোস্তফাকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের স্থলাভিষিক্ত হবেন।
একই প্রজ্ঞাপনে গোলাম সাদেককে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সরকারি সংস্থা বিআইডব্লিউটিএ নৌপথ উন্নয়ন, সংরক্ষণ এবং ভৌত অবকাঠামোগত সুবিধাদি দেওয়ার মাধ্যমে অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপরিবহন ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com