
একটি পরীক্ষার টাকার অভাবে আটকে আছে শিশুটির চিকিৎসা
প্রকাশ: ০২ মার্চ ২৩ । ২২:০৮ | আপডেট: ০২ মার্চ ২৩ । ২২:০৮
অনলাইন ডেস্ক

একটি পরীক্ষার জন্য আটকে আছে ক্যান্সার আক্রান্ত রাকিব হাসানের চিকিৎসা। জরুরি ভিত্তিতে তার শরীরে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করতে যে পরীক্ষার ফলাফলের জন্য চিকিৎসকরা অপেক্ষা করছেন, সেটির ফি ৩০ হাজার টাকা। কিন্তু এই অর্থ দেওয়ার সামর্থ্য নেই শিশুটির দিনমজুর বাবা মোহাম্মদ বদিউজ্জামানের। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন তিনি।
বদিউজ্জামান বলেন, পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকত রাকিবও। যেত স্কুলে। তার উচ্ছলতায় ভরে থাকত পুরো বাড়ি। সেই প্রাণবন্ত ছুটোছুটি বন্দি হয়ে গেছে চার দেয়ালে। চোখের জলে ভেসে গেছে মুখের হাসিটুক। প্রায় এক বছর ধরে ঘুরছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ছটফট করছে ১২ বছরের ফুটফুটে শিশুটি। শরীরের ব্যথা-যন্ত্রণায় সারাক্ষণ শুধু কাঁদতে থাকে। মাঝেমধ্যে জানালার গ্রিল ধরে বলে– বাবা, আমি কি আর ফুটবল খেলতে পারব না? আমি কি মরে যাব? আমি আর দুষ্টুমি করব না, তোমরা আমাকে বাঁচাও!
স্ত্রী ও দুই সন্তান নিয়ে কোনোমতে চলে যাচ্ছিল বদিউজ্জামানের সংসার। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গড়ফতু গ্রামে বাবার দেওয়া সামান্য একটু জায়গায় ঘর বানিয়ে বসবাস করেন তিনি। বড় সন্তন অসুস্থ হয়ে পড়লে চোখেমুখে দেখেন অন্ধকার। গ্রামবাসী এগিয়ে আসে, চাঁদা তুলে ভর্তি করা হয় হাসপাতালে। তাতে কিছু দিন চিকিৎসা চলে। কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টায় বহু টাকা ঋণ করে ফেলেছেন তিনি। এখন অর্থাভাবে সুচিকিৎসা থমকে আছে। রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রাকিবের খোঁজ নেওয়া যাবে ০১৩১৮৩৮২২৬৬ ও ০১৭৮৩০৯০৩৪৮ নম্বরে ফোন করে।
সাহায্য পাঠানোর ঠিকানা : আব্দুর রাজ্জাক, অ্যাকাউন্ট নম্বর- ১৫৪০২০৪৪০৫৪৮৯০০১, ব্র্যাক ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা; বিকাশ নম্বর- ০১৭৫৬২১৮৭৮৫ (ব্যক্তিগত)। সংবাদ বিজ্ঞপ্তি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com