
দূরের সাহিত্য
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে লেখক বিবেক রামাস্বামী
প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
--

ব্যবসায়ী ও লেখক বিবেক রামাস্বামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন চাইছেন। তাঁর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
রামাস্বামী স্বাস্থ্যসেবা সংস্থা রোইভ্যান্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা এবং স্ট্রাইভ অ্যাসেট ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা। তিনি আধুনিক সামাজিক ন্যায়বিচার আন্দোলনের বিরোধিতার জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে সমালোচনামূলক জাতিতত্ত্ব এবং যাকে তিনি ‘বৈচিত্র্যপূর্ণ চার্চ’ বলে উল্লেখ করেছেন। ২০২১ সালে রামাস্বামী ওক, ইনক. বইটি প্রকাশ করেন, যেখানে স্টেকহোল্ডার পুঁজিবাদ এবং সামাজিক ন্যায়বিচারের সমস্যাগুলোর সঙ্গে জড়িত থাকার জন্য করপোরেশনগুলোর সমালোচনা করা হয়। গত সেপ্টেম্বরে ওই বইয়ের ধারাবাহিকতায় প্রকাশিত হয় ‘নেশন অব ভিকটিমস: আইডেন্টিটি পলিটিকস, দ্য ডেথ অব মেরিট অ্যান্ড দ্য পাথ ব্যাক টু এক্সিলেন্স’।
টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে রামাস্বামী বলেন, ‘আমরা নিজেদের থেকে বড় কিছুর অংশ হতে ক্ষুধার্ত। তবুও আমরা আমেরিকান হওয়ার অর্থ কী, সেই প্রশ্নের উত্তরও দিতে পারি না। আজ বামেরা সেই শূন্যতা দখলে নেওয়ার চেষ্টা করছে। তারা আপনাকে বলে, আপনার জাতি, আপনার লিঙ্গ এবং আপনার যৌন জীবন নিয়ন্ত্রণ করে আপনি কে, আপনি কী অর্জন করতে পারেন এবং আপনাকে কী ভাবতে দেওয়া হয়েছে।’
রামাস্বামী বলেন, তিনি ‘কভিডবাদ’ ও ‘জলবায়ুবাদ’-এর বিরোধিতা করেন। তিনি ‘ট্রান্সজেন্ডারিজম’-কে ‘জেন্ডার মতাদর্শ’ হিসেবেও বর্ণনা করেছেন। রামাস্বামী ২০২৪ সালে প্রেসিডেন্ট হওয়ার জন্য অন্য দুই প্রধান রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ ক্যারোলাইনার সাবেক গভর্নর ও জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির সঙ্গে মনোনয়ন দৌড়ে যোগ দিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com