বইয়ের খোঁজ

পেখম মেলা ৫ সমগ্র

প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ০৩ মার্চ ২৩ । ১০:১৭ | প্রিন্ট সংস্করণ

--

বইমেলা শেষ হয়ে গেলো। বইমেলায় তোমাদের জন্য প্রকাশিত হয়েছে এত্তো এত্তো বই। সেই বইগুলোর মধ্যে আছে বেশ কিছু সমগ্র। যেগুলো ময়ূরের মতো মেলে দিয়েছে রঙিন পেখম! তেমনতরো ৫টি বই নিয়ে সাজানো হলো এ আয়োজন। অলাইন থেকে বইগুলো সংগ্রহ করেত পারবে। বইগুলোর খোঁজ দিচ্ছেন হাসান আশিক

শিশু-কিশোর সাহিত্য

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম তো তোমরা অনেক শুনেছো। পড়েছো তাঁর লেখাও। তবে তোমাদের জন্য তাঁর সব লেখা নিয়ে শিশু-কিশোর সাহিত্য সমগ্রটি প্রকাশ করেছে ঝিঙেফুল প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ফরীদি নুমান। দাম রাখা হয়েছে ৫০০ টাকা।

রবি কিশোর

রবীন্দ্রনাথ ঠাকুরের কত্তো কত্তো লেখা পড়েছো তোমরা। প্রিয় এই লেখকের নির্বাচিত লেখা নিয়ে তোমাদের জন্য মজার এই বইটি প্রকাশ করেছে ঝিঙেফুল প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সুখেন দাস। দাম রাখা হয়েছে ৫৫০ টাকা।

শিশু-কিশোর সমগ্র

ফর্‌রুখ আহ্‌মদ তোমাদের জন্য মজার মজার সব লেখা লিখেছেন। তোমাদের জন্য লেখা ফর্‌রুখ আহ্‌মদের সব লেখা পেয়ে যাবে সমগ্রটিতে। বইটি প্রকাশ করেছে ঝিঙেফুল প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ফরীদি নুমান। দাম রাখা হয়েছে ৫০০ টাকা।

বাংলাদেশের পাখি

শরীফ খান লিখেন পাখিদের নিয়ে। থাকেনও পাখিদের নিয়ে! পাখিদের নিয়ে থাকা এই পাখি লেখকের এত্তো এত্তো লেখা দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশের পাখি সমগ্রটি। এই বইটি তোমাদের জন্য প্রকাশ করেছে দিব্য প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ১০০০ টাকা।

আমার যতো ছড়া

লেখক ফারুক নওয়াজের কত্তো ছড়া-কবিতা পড়েছো তোমরা। তাঁর লেখা সব ছড়া নিয়ে প্রকাশিত হয়েছে– ‘আমার যতো ছড়া’ শিরোনামের সমগ্রটি। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। ৫৬০ টাকা দামের বইটি প্রকাশ করেছে বইবাংলো প্রকাশনী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com