হংকংয়ে বহুতল ভবনে আগুন

প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ১১:৩৯ | আপডেট: ০৩ মার্চ ২৩ । ১১:৩৯

অনলাইন ডেস্ক

হংকংয়ের ঘনবসতিপূর্ণ কাউলুন জেলায় মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। ছবি: এএফপি

হংকংয়ের কাউলুন জেলায় নির্মাণাধীন ৪২তলা ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ১১মিনিটে বন্দরের পাশে জনপ্রিয় শপিং ও পর্যটন জেলা সিম শা সুইয়ের কেন্দ্রস্থলে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের কয়েকটি ব্লকের বাসিন্দাদের ‍সরিয়ে নেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরা।

আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকা তিনটি ভবনে বসবাসকারী প্রায় ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভবনটির একাধিক আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। জ্বলন্ত ধ্বংসাবশেষ বাতাসে ভেসে গেছে। 

পুলিশ জানিয়েছে, তিনটি ভবন ও শেরাটন হংকং হোটেল অ্যান্ড টাওয়ারসহ আশপাশের ছয়টি ভবনেও আগুন লেগেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যে ৪২তলা আকাশচুম্বী ভবনটিতে আগুন লেগেছে তা প্রায় শেষের দিকে ছিল এবং ডেভেলপার এম্পায়ার গ্রুপের ছয় বিলিয়ন হংকং ডলার (৭৬৪ মিলিয়ন ডলার) পুনর্নির্মাণ প্রকল্পের অংশ ছিল।






© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com