মার্চে বিয়ের গুঞ্জন, হৃতিকের প্রেমের খবরই জানেন না বাবা

প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ১৮:৫৬ | আপডেট: ০৩ মার্চ ২৩ । ১৮:৫৬

বিনোদন ডেস্ক

বলিউড তারকা হৃত্বিক রোশান এখন প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। সেই খবর এখন সবারই জানা। তবে এবার খবর এলো, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি!

সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে যে, হৃত্বিক ও সাবা দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা সেই টুইট এখন ভাইরাল। যদিও হৃত্বিক কিংবা সাবা কেউই সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়ে এখনও কিছু বলেননি।

তবে চুপ থাকেননি হৃতিকের বাবা রাকেশ রোশন। তিনি তো হৃতিকের প্রেমই অস্বীকার করে বসলেন। 

বলিউড ভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে রাকেশ রোশন জানান, তিনি হৃতিকের প্রেমের বিষয়ে কিছুই শোনেননি! রাকেশ বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কিছু শুনিনি।” তবে হৃতিকের ঘনিষ্ঠ আরেকটি সূত্র থেকে শোনা গেছে আরেক গল্প!

সেই সূত্র মিডিয়ার প্রতি একরকম বিরক্তি প্রকাশ করে জানায়, “মিডিয়া কেন তাদের (হৃতিক এবং সাবা) তাদের সম্পর্ক বাড়াতে সুযোগ দিচ্ছে না? এখনো বন্ধুত্বই হয়নি আর বিয়ের গল্প শুরু! তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছে। তাদের কাছে আসতে দিন। ঋত্বিক প্রেমে পড়া কোনো কিশোর নন। তার কাঁধে দায়িত্ব আছে। তার বাচ্চারাও এই বিষয়ে জড়িত। তাদের ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়া খুবই দায়িত্বজ্ঞানহীন।”

সাম্প্রতিক সময়ে খুব জোরেশোরেই শোনা যাচ্ছে হৃতিক-সাবার বিয়ের খবর। নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুজন, এমন গুঞ্জনেই ভারী হয়ে আছে বলিউড। তবে রাকেশ রোশন যেন সব গুঞ্জনে পানি ঢেলে দিলেন! তাই প্রিয় তারকার বিয়ের সংবাদ পেতে হৃতিক ভক্তদের অপেক্ষা আরো দীর্ঘতম হতে যাচ্ছে।

হৃতিককে সামনে দেখা যাবে ‘ফাইটার’ চলচ্চিত্রে। এতে তার সাথে আরো থাকছেন দীপিকা পাড়ুকোন। এরপর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ‘ওয়ার ২’তেও দেখা যাবে তারকাকে। হাতে রয়েছে ‘কৃশ ৪’এর মতো চলচ্চিত্র।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com