
মাদারগঞ্জে ডিসেম্বরেই শুরু হবে গ্যাস কূপ খনন: মির্জা আজম
প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ২০:১৬ | আপডেট: ০৩ মার্চ ২৩ । ২০:১৬
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। ছবি: সমকাল
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলতি বছরের ডিসেম্বরে তেল-গ্যাস কূপের খনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।
তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে কূপের খনন কাজ শুরু হবে। কুপ খননের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তেল-গ্যাস উত্তোলন করে জনগণের প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার তারতাপাড়া গ্রামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, জামালপুর-১ গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প খুবই সম্ভাবনাময়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এরই মধ্যে দ্বিমাত্রিক জরিপ শেষ করেছে।
অনুসন্ধানের পর তিনটি কূপ খননের জন্য সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কূপ খননের জন্য ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ডিপিপি পাশ হওয়ায় সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়া হবে।
এসময় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com