সাজেকে জীপ খাদে পড়ে পর্যটক নিহত, আহত ৭

প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ২২:১১ | আপডেট: ০৩ মার্চ ২৩ । ২২:১২

রাঙামাটি অফিস

ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। শুক্রবার (৩ মার্চ) বিকেলে সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত পর্যটকের নাম ফারদির হাসান বিশাল (৩৫)। তার বাড়ি রাজধানীর শ্যামপুরে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের কংলাক পাহাড় থেকে ফেরার পথে খাসরাং রিসোর্টের পাশে পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জীপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফারদিন হাছান বিশাল নিহত হন। এ সময় আরও ৭ পর্যটক আহত হন। তবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে  সেনাবাহিনী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। একজন নিহতের পাশাপাশি ৭ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com