বৈঠক শেষে ডা. সামন্ত লাল সেন

চট্টগ্রামে বিশেষায়িত বার্ন ইউনিট হবে ১৫০ শয্যার

প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ২২:২৫ | আপডেট: ০৩ মার্চ ২৩ । ২২:২৫

চট্টগ্রাম ব্যুরো

বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গোঁয়াছি বাগান এলাকা পরিদর্শন করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। শুক্রবার কার্যক্রমের যাবতীয় বিষয় নিয়ে তিনি চট্টগ্রামে আসা চীনা প্রতিনিধি দল ও হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠক শেষে বিশেষায়িত বার্ন ইউনিটটি ১৫০ শয্যার হবে বলে জানান সামন্ত লাল সেন।

তিনি বলেন, বিশেষায়িত বার্ন ইউনিট নির্মাণের যাবতীয় বিষয় তদারকি করতে চট্টগ্রামে এসেছি। সঙ্গে একজন স্থপতিও আছেন। এখানে একটি দেড়শ শয্যার বার্ন ইউনিট নির্মাণ করা হবে। চীনা প্রতিনিধি দল সবকিছু দেখছে। আমাদের এখন একমাত্র চাওয়া যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা। বার্ন ইউনিটের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক সব সেবাই থাকবে এখানে। আমরা চাই চট্টগ্রাম থেকে যাতে রোগীদের ঢাকামুখী হতে না হয়। 

তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে আগামী ৯ মার্চ মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক করার কথা রয়েছে। পছন্দ হওয়া গোঁয়াছি বাগানের জায়গাটি আমরা চীনা প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করতে চাই। জায়গাটি খালি করে দিলে তারা কাজ শুরু করবে বলে জানিয়েছেন। এ জন্য বাজেটসহ মোটামুটি অনেক কাজ এগিয়ে গেছে।

এদিকে, শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিশেষায়িত বার্ন ইউনিট নির্মাণের বিষয়ে তাদের পরিকল্পনার যাবতীয় খুঁটিনাটি তুলে ধরে চীনা প্রতিনিধি দল। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, চীনা প্রতিনিধি দল বিভিন্ন সংস্থার সঙ্গে বসে সবকিছু যাচাই-বাছাই করছে। তারা বার্ন ইউনিট নির্মাণ কার্যক্রমের যাবতীয় বিষয় তুলে ধরেছে। এ বিষয়ে আমাদের প্রস্তাবনাও তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। সব পক্ষের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সবকিছু ঠিক থাকলে ১০ মার্চ হাসপাতাল নির্মাণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০১৬ সালে চীন সরকারের একটি প্রতিনিধি দল চমেক হাসপাতালে সম্ভাব্য জায়গা পরিদর্শনে এসে বর্তমান বার্ন ইউনিটের খালি জায়গায় বিশেষায়িত বার্ন ইউনিট নির্মাণের বিষয়ে সম্মতির কথা জানান। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com