
বাংলাদেশের কন্ডিশনে রান করে খুশি জেসন রয়
প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ২৩:০৪ | আপডেট: ০৩ মার্চ ২৩ । ২৩:০৪
স্পোর্টস ডেস্ক

২০১৬তে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর থেকে ঘরের মাটিতে অপ্রতিরোধ্য টাইগাররা। প্রায় ৬ বছর পর বাংলাদেশের সেই যাত্রার অবসান ঘটালো ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ডের সিরিজ জয়ের নায়ক জেসন রয়। ১২৪ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের সেঞ্চুরি নিয়ে জেসন বলেন, 'প্রথম ম্যাচের ভুলগুলো এই ম্যচে করিনি। আজ রান করতে পেরে ভালো লাগছে। আপনি যখন শতক করবেন তখন আপনার কাছে দারুণ অনুভব হবে। বিশেষ করে বাটলারের সঙ্গে আমার জুঁটি বেশ কাজে দিয়েছে। সে আমাকে দারুণভাবে সহায়তা করেছে।'
বাংলাদেশ কন্ডিশন নিয়ে রয়ের ভাষ্য, 'আমি ভারতেও রানের দেখা পেয়েছিলাম। তাই আশাবাদী ছিলাম এখানেও ভালো করব। তবে কাজটা খুব বেশি সহজ ছিল না। কারণ এই ধরনের কন্ডিশনে ভালো করতে হলে আপনাকে বিশেষভাবে দক্ষ হতে হবে। হুট করেই ভালো করা যায় না। আমি এখানে রান করতে পেরে খুবই খুশি।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com