ঢামেকে হঠাৎ ধোঁয়া, আতঙ্কে ফাঁকা শিশু ওয়ার্ড

প্রকাশ: ০৫ মার্চ ২৩ । ০১:১৪ | আপডেট: ০৫ মার্চ ২৩ । ০১:১৪

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরাতন ভবনের দোতলায় হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে শিশু ওয়ার্ডের রোগীদের নিয়ে স্বজনরা দ্রুত বেরিয়ে যান। পরে তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো হয়। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

তাঁরা জানান, দোতলায় ২০৫ নম্বর ওয়ার্ডের জানালার পাশে ছেঁড়া কাগজপত্র পড়েছিল। সিগারেটের উচ্ছিষ্ট থেকে সেখানে ধোঁয়া সৃষ্টি হয়ে ওয়ার্ডের ভেতরে ছড়িয়ে পড়ে। ওই ওয়ার্ডে আট মাস থেকে ৯ বছর বয়সের ৫২ শিশু ভর্তি রয়েছে। আতঙ্কে স্বজনরা তাদের নিয়ে বের হয়ে যান।

শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক জানান, রোগী ও দর্শনার্থীরা যত্রতত্র কাগজপত্র, ময়লা ফেলেন। সেগুলো পরিষ্কারও করা হয়। কিন্তু হঠাৎ জানালার পাশে পড়ে থাকা ময়লা থেকে ধোঁয়া বের হয়েছিল। পরে দ্রুত তা নেভানো হলে স্বজনদের সহযোগিতায় ওয়ার্ডে ফিরে আসেন রোগীরা।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান সমকালকে বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট রওনা হয়। পরে হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কমীরা স্টেশনে ফিরে যান।

গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালটির নতুন ভবনের চারতলায় কিডনি ডায়ালাইসিস ইউনিটে আগুন লাগে। ওই ঘটনায় আতঙ্কিত হয়ে নামার সময় এক রোগীর মৃত্যু হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com